রাজধানী ঢাকার যানজট কমাতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) একটি পাইলট প্রকল্প চালু করেছে। যানজটমুক্ত অবস্থায় রাজধানীর আব্দুল্লাহপুর থেকে মতিঝিল পৌঁছাতে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) একটি বাসের কত সময় লাগে। এর সঠিক সময় নির্নয় এবং যানজটের কারনে কি পরিমাণ কর্মঘন্টা সময় নষ্ট হচ্ছে, তার তথ্য সংগ্রহে বিআরটিসির বাসে আধুনিক যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে। বাংলাদেশ সরকার ও বিআরটিসির সাথে ইউএনডিপি যৌথভাবে এ প্রকল্প বাস্তবয়ন করেছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আগামী ১৫ ও ১৬ নভেম্বর বাংলাদেশ উন্নয়ন ফোরাম আয়োজিত এক সম্মেলনে প্রকল্পে পাওয়া বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।