প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পুঁজিবাজার সংশ্লিষ্টদের বৈঠকের পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চাঙা মেজাজে লেনদেন চলছে।
দিনের শুরু থেকেই সূচক বাড়তে থাকে। লেনদেনের প্রথম ৪০ মিনিট শেষে ডিএসইর সাধারণ সূচক ১৪৭ পয়েন্ট বেড়ে উন্নীত হয়েছে ৫ হাজার ১৩৫ পয়েন্টে।
পবিত্র ঈদুল আজহার ছুটির পর লেনদেনের প্রথম তিন কার্যদিবসে ডিএসইর সাধারণ সূচক ৫৫৯ পয়েন্ট পড়ে যায়। তবে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বিক্ষুব্ধ বিনিয়োগকারীদের আন্দোলন ও বুধবারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের খবরে সূচক ৩৩৮ পয়েন্ট বাড়ে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সকাল ১১টা ৪১ মিনিটে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৩টির দাম বেড়েছে এবং কমেছে ৯টি প্রতিষ্ঠানের দাম। এসময় লেনদেন হয়েছে মোট ১১৭ কোটি টাকা।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বেক্সিমকো, গ্রামীণ ফোন, ন্যাশনাল ব্যাংক, তিতাস গ্যাস, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, বিকন ফার্মা, ইউনাইটডে এয়ার ও আফতাব অটোমোবাইলস।