রাজধানীর নীলক্ষেতে কর্মজীবী মহিলা হোস্টেলে সিট ভাড়া বাড়ানোর প্রতিবাদে সড়ক অবরোধ করেছে হোস্টেলে বসবাসরত কর্মজীবী নারীরা। চলতি নভেম্বর মাসের শুরু থেকে হোস্টেল ভাড়া প্রায় দ্বিগুণ বৃদ্ধি করা হয়। এর প্রতিবাদে মহিলা অধিদপ্তরের ডিজির সাথে হোস্টেলে বাসরত কর্মজীবী নারীদের আলোচনা হয়। সেখান থেকে নারী ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে আলোচনা সাপেক্ষে ১০ নভেম্বরের মধ্যে এর সুরাহা করার কথা বলা হয়। গতকাল মঙ্গলবার সেই সময়সীমা পেরিয়ে গেলেও এর কোনো সমাধান হয়নি। এর জের ধরে মঙ্গলবার রাত ১০টা থেকে এ হোস্টেলের নারীরা নীলক্ষেতে সড়ক অবরোধ করে।
এদিকে নীলক্ষেত কর্মজীবী হোস্টেলের হল সুপার সাদিক্কুন নাহার জানান, তিনি অসুস্থ থাকায় তাদের দাবি সম্পর্কে কোনো ভূমিকা রাখতে পারছেন না।