মায়ানমারের বিরোধী দলীয় নেত্রী অং সান সুচি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। বুধবার তিনি সেনাপ্রধান, প্রেসিডেন্ট থেইন সেইন ও পার্লামেন্টের স্পিকারের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান। এদিকে তার গণতন্ত্রপন্থী দল এনএলডি এ নির্বাচনে বিশাল বিজয় অর্জনের পথে রয়েছে।
মিয়ানমারের এ তিন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে পাঠানো এক চিঠিতে তিনি বলেন, ‘মিয়ানমারের যুগান্তকারী এ নির্বাচনে নাগরিকরা তাদের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে। আমি আগামী সপ্তাহে সুবিধাজনক সময়ে ঐক্যের বিষয়ে আলোচনা করতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।’ সূত্র : বাসস