মেক্সিকোর গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোতে সাত বছরের একটি মেয়ে ও এক বছরের শিশুসহ ছয় জনকে হত্যা করা হয়েছে।
রাজ্যের প্রসিকিউটরের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবারের এই হত্যাকান্ডে নিহতদের অন্তত একজন চিলাপা মিউনিসিপালিটির সাবেক পুলিশ প্রধানের আত্মীয়। এই শহরেই এ হত্যাকান্ড সংঘটিত হয়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গুয়েরেরোতে সর্বশেষ সহিংস এই ঘটনায় দুই দিনে অন্তত ২২ জন প্রাণ হারাল।
মাদক সংশ্লিষ্ট অপরাধের কারণে অঞ্চলটির কুখ্যাতি রয়েছে।
রোববার কুয়াজিনিসুইলাপায় একটি মোরগ লড়াইয়ের সময় গোলাগুলির ঘটনায় ১২ জন নিহত হয়।
একইদিনে অ্যাকাপুলকোর একটি পর্যটন কেন্দ্রের একটি ফুটবল স্টেডিয়ামে সহিংস ঘটনায় আরো ৪ জন নিহত হয়।
চিলাপায় লস রোজোস ও লস অ্যাদ্রিলোস নামের দুটি মাদক চক্রের মধ্যে গ্যাং ওয়ার চলে আসছে। ওই অঞ্চলটির মাদক পাচারের রুটগুলোর নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই সংঘবদ্ধ চক্রদুটির মধ্যে দ্বন্দ্ব সংঘাত হচ্ছে। এটি আফিম পপি চাষের একটি প্রধান অঞ্চল।
রাজ্যের প্রসিকিউটর কার্যালয়ের কাছে সোমবারের হামলা ও চিলাপায় নিহতদের ব্যাপারে সামান্য তথ্য জানা আছে।
তবে রাজ্য পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দুই শিশু ও তিন প্রাপ্ত বয়স্ক একটি ট্যাক্সিতে চড়ে পালানোর চেষ্টা করছিল। বন্দুকধারীরা তাদের ধাওয়া করে হত্যা করে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো জানান, বন্দুকধারীরা তাদের হত্যা করে ট্যাক্সিতে আগুন ধরিয়ে দেয়।
নিহতদের মধ্যে একজন চিলাপার সাবেক পুলিশ প্রধান সিলভেস্ত্রে অ্যারেতো গঞ্জালেজের আত্মীয়। ২০১৪ সালের জুলাই মাসে গঞ্জালেসকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।