হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি পিট ‘আনব্রোকেন’ ছবি দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। ছবিটির মাধ্যমে পরিচালক হিসেবে ব্যাপকভাবে আলোচিত হন তিনি। এ ছবির জন্য পরিচালক হিসেবে বেশ কিছু পুরস্কারও পেয়েছেন জোলি। তার পরপরই নিজের দ্বিতীয় ছবি নির্মাণের ঘোষণা দেন তিনি। ছবির নাম রাখেন ‘বাই দ্য সি’। এরই মধ্যে ছবিটি নির্মাণ শেষে প্রদর্শিত হয়েছে এ এফ আই ফেস্টিভ্যালে। আগামী ১৩ই নভেম্বর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে সারা বিশ্বে। তবে নতুন খবর হলো এ ছবির মাধ্যমে একাধারে কোন ছবির পরিচালক, গল্পকার, প্রযোজক ও অভিনয়শিল্পী হিসেবে সবার সামনে আসছেন অ্যাঞ্জেলিনা জোলি। একই ছবিতে এই চার রূপে প্রথমবারের মতো দর্শকরা পাবেন এ অভিনেত্রীকে। ‘বাই দ্য সি’ একটি রোমান্টিক ড্রামানির্ভর ছবি। এখানে অ্যাঞ্জেলিনা জোলির বিপরীতে অভিনয় করেছেন তার বাস্তব জীবনের স্বামী ও গুণী অভিনেতা ব্র্যাড পিট। দুজন তরুণ-তরুণীর আবেগ, প্রেম ও নিজেদের বলিদানকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ ছবির গল্প। ধারণা করা হচ্ছে ছবিটি মুক্তি পেলে হলিউডে ব্যবসা সফলতা ও দর্শকপ্রিয়তায় নতুন রেকর্ড গড়বে। এর আগে ‘আনব্রোকেন’ ছবিতে জোলি অভিনয়ও করেননি। শুধুমাত্র ছবিটি নির্মাণ করেছিলেন তিনি। তবে ‘বাই দ্য সি’ ছবিটির গল্প, নির্মাণ, প্রযোজনা ও অভিনয় করেছেন তিনি। তাই স্বাভাবিকভাবেই এটি নিয়ে দারুণ এক্সাইটেড তিনি। এ বিষয়ে জোলি বলেন, ‘বাই দ্য সি’ ছবিটি একটি অন্যরকম প্রেমের গল্প। এটা আমি নিজের মতো করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এরই মধ্যে ছবিটি আমার কাছের মানুষজন যারা দেখেছেন, তারা প্রশংসা করেছেন। এখানে অন্য এক জোলিকে আবিষ্কার করা গেছে। আসলে আমি ব্যবসার কথা চিন্তা করিনি, আমি ভালো ও ভিন্ন কিছু উপহার দেয়ার চেষ্টা করেছি। দর্শকরাই বিচার করবেন কতটুকু কি হয়েছে।