বিটিআরসি চেয়ারম্যানের কাছে অ্যামটবের অনুযোগ

বিটিআরসি চেয়ারম্যানের কাছে অ্যামটবের অনুযোগ

মোবাইল ফোন অপারেটরগুলো টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নতুন চেয়ারম্যানের কাছে 26বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের বিভিন্ন নিয়ম কানুন ও নীতিমালার বিষয়ে অনুযোগ করেছে।
গতকাল মঙ্গলবার বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের সঙ্গে অ্যামটবের বৈঠকে অপারেটরগুলোর প্রতিনিধিরা তাদের প্রতিক্রিয়া তুলে ধরেন। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও কর সংক্রান্ত বিষয়ে সরকারের এ দুই সংস্থার বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করেন তারা।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এমএফএস বিষয়ক নীতিমালা সংশোধনের প্রস্তাব করেছে। সেটির বিষয়েও আপত্তি তুলেছেন অ্যামটব নেতারা।
তারা বলেন, এনবিআর বিভিন্ন ইস্যুতে অর্থ দাবি করে। হঠাৎ করে এসব দাবি তোলার ফলে অপারেটরগুলোর পক্ষে নতুন বিনিয়োগ জটিল হয়ে পড়ে।
অপারেটরগুলোর এমন অভিযোগের প্রেক্ষিতে বিটিআরসি চেয়ারম্যান দ্রুত এসব বিষয় একটি উচ্চ পর্যায়ের বৈঠক করে সমন্বয় বাড়ানোর কথা বলেন।
একই সঙ্গে ড. শাহজাহান অপারেটরগুলোর কাছে তিনটি অনুরোধ জানান। নতুন বিনিয়োগ বাড়ানো, সরকারের আয় বৃদ্ধিতে সহায়তা করা এবং গুণগত সেবা নিশ্চিত করতে ভূমিকা রাখতে আহবান জানান।
এর জবাবে অ্যামটব নেতারা জানান, বিদেশি বিনিয়োগকারীরা এখন বিভিন্ন কারণে নতুন করে বিনিয়োগ করতে চান না। এর মধ্যে উচ্চ হারের কর কাঠামো এবং দ্রুত নীতি বদলকে প্রধান বাধা হিসেবে তারা চিহ্নিত করেছেন।
সরকার ও নিয়ন্ত্রক সংস্থার গুণগত সেবা নিশ্চিত করা হলে তারা বিনিয়োগ বাড়াতে বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করবেন বলে বৈঠকে উল্লেখ করেছেন অ্যামটব নেতারা।
বৈঠকে অপারেটরগুলোর পক্ষ থেকে মোবাইল নম্বার পোর্টাবিলিটি সেবা দ্রুত চালুর আহবান জানানো হয়।
বৈঠকে বিটিআরসির ভাইস চেয়ারম্যান আহসান হাবীবসহ সব অপারেটরের প্রতিনিধিরা অংশ নেন।

Featured বিজ্ঞান প্রযুক্তি