অস্ট্রেলিয়ায় অভিবাসী কেন্দ্রের দাঙ্গা দমন

অস্ট্রেলিয়ায় অভিবাসী কেন্দ্রের দাঙ্গা দমন

অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ আজ মঙ্গলবার অভিবাসী কেন্দ্রে দু’দিন ধরে চলা দাঙ্গা দমনে সফল হয়েছে 22বলে জানা গেছে। প্রত্যন্ত ক্রিসমাস দ্বীপের ওই কেন্দ্রের এ দাঙ্গা দমনে কর্তৃপক্ষকে অতিরিক্ত পুলিশ পাঠাতে হয়েছে। দেশটির পুলিশ কেন্দ্রের সশস্ত্র অভিবাসী প্রত্যাশীদের নিরস্ত্র করেছে।
এদিকে কেন্দ্রের ক্ষয়ক্ষতির পুরোপুরি তথ্য এখনও জানা সম্ভব হয়নি। তবে যেটুকু দৃশ্যমান তাতে ব্যাপক ক্ষতির কথা বিবৃতিতে তুলে ধরা হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ইরানী কুর্দি ফাজেল চেগনেই কেন্দ্র থেকে পালিয়ে আসার পর তার লাশ পাওয়া যায়। তার মৃত্যর খবর জানাজানি হলে অভিবাসী প্রত্যাশীরা কেন্দ্রে আগুন ধরিয়ে দেয় এবং দাঙ্গা শুরু হয়। তবে ফাজেল কি কারনে মারা গেছে তা জানা যায়নি।
প্রসঙ্গত দাঙ্গার কারণে কেন্দ্রটির অংশবিশেষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এক অভিবাসী প্রত্যাশীর মৃত্যুর কারণে রবিবার কেন্দ্রটিতে দাঙ্গা শুরু হয়। ঠিক কি কারণে ওই অভিবাসী প্রত্যাশী মারা গেছে তা জানা যায়নি। অভিবাসন বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্রিসমাস দ্বীপের ওই অভিবাসী কেন্দ্রের সকল এলাকা এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আহত ৫ জনের চিকিৎসা চলছে। এ ৫ জন দাঙ্গা নাকি পুলিশের অভিযানকালে আহত হয়েছে তা জানা যায়নি।

Featured আন্তর্জাতিক