গত সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু কে আলোচনার জন্য আমন্ত্রন জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইরানের সঙ্গে বিশ্বের ৬টি শক্তিশালী দেশ পারমানবিক চুক্তি স্বাক্ষর করার পর প্রথমবারের মত ওয়াশিংটনে এলেন এই ইসরায়েলী নেতা।
ইরানের সঙ্গে পারমানবিক চুক্তি স্বাক্ষর নিয়ে যারা সবচেয়ে বেশি সমালোচনায় মেতেছিলেন, নেতানিয়াহু ছিলেন তাদের মধ্যে অন্যতম। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘ওই চুক্তি ইরানের পারমানবিক অস্ত্র অর্জনের কাজ মন্থর করবে না এবং ইসরায়েল বিপদজনক পরিস্থিতিতে পড়বে।’
ইসরায়েল ত্যাগের কয়েক ঘন্টা আগে নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েলের নিরাপত্তা জোরদার করার উপর আলোচনায় মনোযোগ দেওয়া হবে।’ সূত্র: ভয়েস অফ আমেরিকা