সামরিক জুন্টা শাসনের অবসান ঘটিয়ে মায়ানমারের মসনদে বসতে চলেছেন আউং সান সুকি’র ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি’৷
আনুষ্ঠানিক ফল ঘোষণা না হলেও পরাজয় মেনে নিয়েছে মায়ানমারের ক্ষমতাসীন দল৷ ২৫ বছর পর মায়ানমারে প্রথম অবাধ সাধারণ নির্বাচনে কার্যত ধরাশায়ী হয়েছে শাসক দল ‘ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’ বা ইউএসডিপি৷
হার স্বীকার করে নিয়ে শাসক দলের নেতা হাতায়ে ও সাংবাদিকদের বলেন, ‘এভাবে হারতের হবে ভাবতে পারিনি৷ আমরা মানুষের জন্য কাজ করেছিলাম৷ তবে জনগণ আমাদের বিরুদ্ধে রায় দিয়েছে৷ আমরা সেই রায় মেনে নিচ্ছি৷ পরাজয়ের কারণ খতিয়ে দেখব আমরা ৷’