মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অবশেষে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও যোগ দিলেন। তার ফেসবুকে একাইন্ট আগে থেকেই ছিলো। তবে এবারে যোগ দিলেন আমেরিকার ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে। এর মাধ্যমে তিনি বিশ্বের অগণিত রাষ্ট্র প্রধান এবং মানুষের সাথে স্যোসাল মিডিয়ায় যোগাযোগের দার খুলে দিলেন।
ইতিমধ্যেই তার ফেইসবুকের অনুসারীর সংখ্যা ১০ লাখের ওপরে। হোয়াইট হাউজ থেকে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ফেইসবুক একাউন্টটি খোলা হয়। সেখানে একটি ভিডিওতে প্রেসিডেন্টকে হোয়াইট হাউজের পেছনের বাগানে হাঁটতে দেখা যাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার দ্বিতীয় মেয়াদ পূর্ণ হতে আর মাত্র ১ বছর বাকী। তাই এ পদের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি ফেইসবুকে তার এ অফিসিয়াল একাউন্ট খুললেন।