সিরিয়ায় অবস্থিত দূতাবাসের কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে জাপান। বুধবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সরকারবিরোধী আন্দোলনকারীদের ওপর নির্মম দমনাভিযান এবং এর ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে তারা সিরিয়ায় তাদের দূতাবাস বন্ধ করে দেবে।
এ ব্যাপারে জাপানি পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, রাজধানী দামেস্কসহ সমগ্র সিরিয়ায় জন নিরাপত্তা ব্যাপকভাবে হুমকির সম্মুখীন হওয়ায় আমরা সাময়িকভাবে সিরিয়ায় অবস্থিত জাপানি দূতাবাস বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছি।
অবশ্য চলতি মাসের শুরু থেকেই দামেস্কে অবস্থিত জাপানের দূতাবাস তাদের কার্যক্রম সংক্ষিপ্ত করে। তবে দামেস্ক থেকে দূতাবাস সরিয়ে নেওয়া হলেও পার্শ্ববর্তী দেশ জর্দান থেকে জাপান তাদের কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাবে বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়।
একই বিবৃতিতে জাপানি নাগরিকদের সিরিয়া ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।