এ যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসা। ২০০৬ সালের বিশ্বকাপ আয়োজনে কর ফাঁকির একটি অভিযোগ তদন্ত করছিল ফ্রাঙ্কফুর্ট পুলিশ। আর এই তদন্ত করতে গিয়েই বেরিয়ে এলো জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন ফিফাকে সাত লাখ ডলার ঘুষ দিয়েছিল বিশ্বকাপের আয়োজক হবার জন্য ভোট কিনতে।
অভিযোগের রাজনৈতিক দায় মাথায় নিয়ে এরই মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ভোল্ফগ্যাং নিয়ের্শব্যাখ। তবে ব্যক্তিগত ভাবে তিনি কোনও দোষ করেননি বলেও উল্লেখ করেন।
যে তদন্তের জের ধরে এই দুর্নীতির খবর বেরিয়ে এলো তার অংশ হিসেবে ফ্রাঙ্কফুর্টের পুলিশ মিস্টার নিয়ের্শব্যাখের বাড়ি তল্লাশি করে। একই ঘটনায় দেশটির সাবেক ফুটবল প্রধান থিও সোয়ানসিগার এবং সাবেক মহাসচিব হোর্স্ট স্মিডের বাড়িতেও তল্লাশি চালানো হয়।
বিশ্বকাপের আয়োজক হবার লড়াইয়ে একই ধরণের দুর্নীতির অভিযোগ রয়েছে রাশিয়া ও কাতারের বিরুদ্ধেও।
এসব অভিযোগের সাথে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বহু কর্তাব্যক্তির নামও জড়িয়ে আছে, যা নিয়ে সম্প্রতি বিশ্বজুড়ে চলেছে তুলকালাম। সূত্র : বিবিসি বাংলা