অনেক চড়াই উতরাই পেরিয়ে, অবশেষে মিলেছে ছাড়পত্র। গতকাল সোমবার থেকেই বাজারে ফিরছে ম্যাগি, জানাল নেসলে। দিওয়ালির আগেই ক্রেতাদের জন্য এই সুখবর নিয়ে এল জনপ্রিয় নুডলস সংস্থা।
নেসলে ইন্ডিয়া-র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জানান, দিওয়ালির আগে ক্রেতাদের কাছে ম্যাগি ফিরিয়ে দিতে পেরে আমি খুশি।’ অনলাইনে বিক্রি করার জন্য স্ন্যাপডিলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ম্যাগি। বেশ কয়েকটি রাজ্যে ম্যাগি নিষিদ্ধ করা হয়নি। যেসব জায়গায় বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছিল, সেসব জায়গায় ম্যাগি দ্রুত ফিরিয়ে আনছে নেসলে। এখন কর্ণাটক, গোয়া ও পঞ্জাবে তৈরি হচ্ছে ম্যাগি।
চলতি বছরের মে মাসে ১টি মামলার ভিত্তিতে বেশ কয়েকটি রাজ্যে ম্যাগির বিক্রি বন্ধ করে দেওয়া হয়। অতিরিক্ত সীসা রয়েছে এই অভিযোগে ক্রমশ দেশের বিভিন্ন রাজ্যে বন্ধ হতে থাকে ম্যাগি। একের পর এ পরীক্ষার সম্মুখীন হতে হয় জনপ্রিয় এই নুডলসকে। আদালতের নোটিশ যায় মাধুরী দীক্ষিত, প্রীতি জিন্টার মত অভিনেত্রীদের ঘরে, যাঁরা ম্যাগির বিজ্ঞাপনে ছিলেন। তোলপাড় শুরু হয় কর্পোরেট দুনিয়ায়। পদত্যাগ করেন নেসলে ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর। নেসলে-কে ক্ষতিপূরণ দিতে হয় কোটি কোটি টাকা। পুড়িয়ে দেওয়া হয় কয়েক লক্ষ ম্যাগির প্যাকেট।
কিন্তু, প্রথম থেকেই নেসলে-র প্রতিশ্রুতি ছিল তারা দ্রুত বাজারে ফিরিয়ে আনবে ম্যাগি। সেইমত দিওয়ালির আগেও এই খবর ঘোষণা করল ওই সংস্থা।