ইমরুলের হাফসেঞ্চুরি

ইমরুলের হাফসেঞ্চুরি

এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অর্ধশত তুলে নিয়েছেন ইমরুল কায়েস। এই 11প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৯৭ রান। ইমরুল কায়েস ৫১ মুশফিকুর রহিম ৩ রান নিয়ে ব্যাট করছেন।
ওপেনিংয়ে নেমে তামিম ব্যক্তিগত ১৯ রান করে বিদায় নেন। পানিয়াঙ্গারার বলে চিবাবার তালুবন্দি হওয়ার আগে ওপেনিং জুটিতে ইমরুলকে নিয়ে ৩২ রান তোলেন তামিম। তামিমের বিদায়ে ব্যাটিং ক্রিজে আসেন লিটন দাস। তবে, বেশিক্ষণ ক্রিজে দাঁড়াতে পারেননি গত ম্যাচের ওপেনার। ব্যক্তিগত ৭ রান করে পানিয়াঙ্গারার দ্বিতীয় শিকারে বিদায় নেন তিনি। দলীয় ১৮তম ওভারে গ্রায়েম ক্রেমারের বলে উইকেটের পেছনে চাকাভার গ্লাভসবন্দি হয়ে বিদায় নেন ব্যক্তিগত ৪ রান করা মাহমুদুল্লাহ রিয়াদ।
এর আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত নেন। প্রথম ম্যাচে ১৪৫ রানে হারিয়ে ১-০ তে এগিয়ে থেকে মাঠে নেমেছে টাইগাররা।
জিম্বাবুয়ের বিপক্ষে এর আগে ৬৫ বার মুখোমুখি হয় বাংলাদেশ। টাইগাররা জিতেছে ৩৭টি ম্যাচে আর জিম্বাবুয়ে ২৮ টি ম্যাচে। গত বছর এই জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে ৫-০ তে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।

Featured খেলাধূলা