দেশে জ্বালানি তেলের সংকট কাটাতে বাংলাদেশ থেকে জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে নেপাল। এ জন্য নেপাল সরকার ইতিমধ্যে একটি বেসরকারি তেল সরবরাহকারী কোম্পানির সাথে চুক্তি করেছে।
সম্প্রতি দেশটিতে জ্বালানি সংকট এতটাই তীব্র আকার ধারণ করেছে যে বিমান চলাচল প্রায় বন্ধ হওয়ার পথে।
এই পরিস্থিতির সামাল দিতে নেপাল সরকার বাংলাদেশ থেকে তেল আমদানির চুক্তি করল। নেপাল অয়েল করপোরেশনের মুখপাত্র বলেন, ‘আমরা একটি বেসরকারি কোম্পানি পেট্রোমেক্স নেপালের সঙ্গে চুক্তি করেছি। আগামী দুই-তিন দিনের মধ্যে এ কোম্পানি বাংলাদেশ থেকে জ্বালানি তেল আমদানি করবে।’ তিনি আরোও জানান, ‘পেট্রোমেক্স প্রতিদিনি চার লাখ লিটার এটিএফ জ্বালানি তেল আমদানি করবে। এতে আপাতত আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে তেল দেওয়া যাবে।’ সূত্র: এএফপি।