সাকিব-শিশির দম্পতির ঘরে আজ সোমবার ভোররাতে আগমন ঘটেছে নতুন অতিথির (কন্যা সন্তান)। আর আজই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে কন্যা সন্তানের একটি ছবিও পোস্ট করেছেন তিনি। যাকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজেই প্রিন্সেস বা রাজকন্যা বলে অভিহিত করেছেন। সন্তান জন্মদানের সময়টায় স্ত্রীর পাশে থাকার জন্য রবিবার রাতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে রওনা হয়েছিলেন তিনি।
এদিকে প্রথম সন্তানের গর্বিত পিতা-মাতা হওয়ায় সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল।
সাকিবের এই সুসংবাদ নিয়ে তিনি বলেন, সাকিব কন্যা সন্তানের বাবা হয়েছে। এখন সে পিতা। তাকে আমার পক্ষ থেকে অভিনন্দন। আমি মনে করি এখন সাকিবের জীবন আরো সুন্দর এবং বিকশিত হবে। তাদের দু’জনের প্রতিই আমার পক্ষ থেকে শুভ কামনা রইল। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিব-শিশিরের উদ্দেশে এই শুভকামনা জানিয়েছেন মুস্তফা কামাল। কন্যা সন্তানের আগমনে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের এক ম্যাচ খেলেই রবিবার রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন সাকিব। তবে তার পৌঁছার আগেই সন্তানের জন্ম হয়েছে।