তেলের মূল্য বৃদ্ধি মোকাবিলায় তেল সরবরাহ বাড়ানোর সৌদি আশ্বাসের প্রতিক্রিয়ায় মঙ্গলবার থেকে বিশ্ব বাজারে তেলের মূল্য ২ শতাংশ কমেছে।
সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়া তেলের দাম বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারকে বাধাগ্রস্ত করতে পারে বলে এর আগে সর্তক করে দিয়েছিল বিশ্লেষকরা। এই পরিস্থিতিতে সৌদি আরবের তেল সরবরাহ বাড়ানোর ঘোষণায় বিশ্ব অর্থনীতির অস্থিরতা কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে এই পরিস্থিতিতে এগিয়ে এসেছে বিশ্বে অশোধিত তেলের সবচেযে বড় জোগানদাতা সৌদি আরব। সরবরাহ বিঘ্নিত হওয়ার যে কোনো সম্ভাবনা মোকাবিলায় প্রতিদিন প্রয়োজনে ১ কোটি ২৫ লাখ ব্যারেল তেল উত্তোলন করা হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব। যদিও দেশটি বর্তমানে প্রতিদিন ৯৯ লাখ ব্যারেল তেল উত্তোলন করছে।
পরমাণু ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও এর মিত্র পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে ইরানের সর্ম্পকের ক্রমাবনতির ফলে চলতি ২০১২ সালেই তেলের মূল্য ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে বিশ্বজুড়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন করে আশঙ্কার সৃষ্টি হয়েছে।
এ প্রসঙ্গে সৌদি আরবের তেলমন্ত্রী আলি আল নাইমি বলেন, ‘আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে বাজারে তেল সরবরাহে কোনো ঘাটতি নেই। প্রয়োজনে আমরা বিশ্ব বাজারে আরো তেল সরবরাহে প্রস্তুত রয়েছি।’
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের এই মূল্য হ্রাস, অর্থনৈতিক সঙ্কট থেকে বের হয়ে আসতে সংগ্রামরত যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ইউরোপীয় সরকারগুলোকে সামান্যতম হলেও স্বস্তি দেবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।