মৌলভীবাজারে আওয়ামী লীগ প্রার্থী সায়েরা মহসিন

মৌলভীবাজারে আওয়ামী লীগ প্রার্থী সায়েরা মহসিন

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মরহুম মহসিন আলীর স্ত্রী সৈয়দা সায়েরা মহসিনকে বাংলাদেশ 15আওয়ামী লীগ মৌলভীবাজার-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী মনোনীত করেছে। আগামী ৮ ডিসেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার দিবাগত রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের এক সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়। এর পর আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদীয় বোর্ড সর্বসম্মতভাবে সায়েরা মহসিনকে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত করেছে। প্রসঙ্গত সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে মৌলভীবাজার ও রাজনগর উপজেলার সমন্বয়ে গঠিত এই আসনটি শূন্য হয়। গত ১৪ সেপ্টেম্বর ৬৭ বছর বয়সে মহসিন আলী সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে মারা যান। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ গত ২৯ অক্টোবর উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।

Featured রাজনীতি