বিহার নির্বাচনে বিজেপির ভরাডুবি

বিহার নির্বাচনে বিজেপির ভরাডুবি

বিহার নির্বাচনে ভরাডুবি হয়েছে কেন্দ্র সরকারের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির 8(বিজেপি)। মোদিকে টেক্কা দিয়ে ১৫৭টি আসনের এগিয়ে রয়েছে নিতীশ কুমার-লালু প্রসাদ যাদব-কংগ্রেস মহাজোট।
আজ রবিবার বিহারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। ভারতের অন্যতম প্রধান সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার অনলাইন ভার্সনে জানানো হয়েছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ৭৫টি আসনে। আর ১১টি আসনে অন্যান্য দলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
রবিবার শারদ যাদব সংবাদ মাধ্যম এনডিটিভিকে বলেন, আমরা প্রায় ১৫০ আসন পাব।’ তিনি দলের এ সম্ভাব্য জয়কে ‘মানিব্যাগের বিপক্ষে নৈতিকতার জয়’ বলে অভিহিত করেছেন। তার দলকে বিজয়ী করায় বিহারের জনগণকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।
ওই নির্বাচনের ভোট গণনা এখনো চলছে। রবিবার আরও পরের দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করার কথা। ২৪৩ আসনের এই বিধানসভা নির্বাচনে মোদি বিরোধী মহাজোট ১২৫ আসনে এগিয়ে রয়েছে যা রাজ্যে একক সরকার গঠনের পক্ষে যথেষ্ট। অন্যদিকে মোদির ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে ১০৩ আসনে।
বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের মুখ্যপাত্র সঞ্জয় সিং বলেছেন, ‘দেয়াল লিখন বদলে গেছে। বিহারে মোদি ম্যাজিক ব্যর্থ হয়েছে। আমরা এই লড়াইয়ে স্পষ্টতই বিজয়ী হয়েছি।’
বিজেপিকে পিছনে ফেলে বিহারে সরকার গড়ার পথে নিতীশের মহাজোট। এ নিয়ে পরপর তিনবার সরকার গড়তে চলেছেন নিতীশ কুমার। এই সুসংবাদে গোটা বিহার জুড়ে উচ্ছ্বাসে মাতোয়ারা জেডিইউ ও আরজেডি সমর্থকরা। রাজ্যজুড়ে চলছে মিষ্টি বিতরণ। দেদারসে ফুটছে আতসবাজি।

Featured আন্তর্জাতিক