জাতীয় দলের প্রশিক্ষণ ক্যাম্প: মাশরাফিও যাচ্ছেন চট্টগ্রাম

জাতীয় দলের প্রশিক্ষণ ক্যাম্প: মাশরাফিও যাচ্ছেন চট্টগ্রাম

পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুতি ক্যাম্পের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাসির হোসেন, শুভাগত হোম চৌধুরী, সোহরাওয়ার্দী শুভ এবং রকিবুল হাসান বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকায় অনুশীলন ক্যাম্পের স্কোয়াডে রাখা হয়নি। ১৫ সদস্যের দলে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে মাশরাফি বিন মুর্তজাকে চট্টগ্রামে নেওয়া হচ্ছে। সেখানে নেট বোলারের ভূমিকায় দেখা যাবে তাকে।

বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা অলরাউন্ডার নাসির হোসেন সেন্ট লুসিয়ায় ১৮ ও ১৯ নভেম্বর দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে দেশে ফিরে আসবেন। সূত্র জানিয়েছে, আর বাকি খেলোয়াড়রা আসবেন তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষ করে, ৩০ নভেম্বর। খুব প্রয়োজন না হলে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে অন্য কোন ক্রিকেটারকে ফিরিয়ে আনা হবে না।

ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার খেলা শুরু টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৯ নভেম্বর ২০ ওভারের খেলাটি হবে। ওয়ানডে সিরিজ শুরু হবে ১ ডিসেম্বর থেকে মিরপুরে। একই ভেন্যুতে ৩ ডিসেম্বর দ্বিতীয় এবং চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৬ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে হবে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৯ ডিসেম্বর থেকে প্রথম টেস্ট মাঠে গড়াবে। টেস্ট দলের জন্য সোহরাওয়ার্দী শুভকে নেওয়া হতে পারে। ওয়েস্ট ইন্ডিজ সফরে ‘এ’ দলের পক্ষে চারদিনের ম্যাচে দারুণ বোলিং করেছেন তিনি। প্রথম ম্যাচে নয় এবং দ্বিতীয় ম্যাচে সাত উইকেট পেয়েছেন জাতীয় দলের এই বাঁহাতি স্পিনার।

চট্টগ্রামে ১৮ থেকে ২৪ নভেম্বর প্রস্তুতি ক্যাম্প হবে। এরপর ঢাকায় ফিরে সিরিজের জন্য বাকি প্রস্তুতি নেবে বাংলাদেশ দল।

প্রস্তুতি ক্যাম্পের দল নির্বাচন সম্পর্কে জাতীয় দলের প্রধান নির্বাচক আকরাম খান বুধবার বাংলানিউজকে বললেন,“অনেকে আছে যাদেরকে পাকিস্তান সিরিজে খেলার সুযোগ দেওয়া সম্ভব হবে না। তাদেরকে জাতীয় লিগে খেলার সুযোগ দেওয়া হয়েছে। অযথা ক্যাম্পে ডেকে তাদেরকে খেলার বাইরে রাখার কোন মানে হয় না। তারা খেলার মধ্যে থাকবে এবং প্রয়োজন হলে ডেকে নেওয়া হবে।”

আকরাম খান জানালেন, প্রতিটি ফর্মেটের জন্য আলাদা দল নির্বাচন করা হবে। বলেন,“যেহেতু প্রতিটি দল আলাদা হবে সেহেতু আগে থেকে খেলোয়াড়দের ক্যাম্পে রাখার কোন মানে হয় না। ওয়েস্ট ইন্ডিজে শুভ অনেক ভালো করছে। জাতীয় লিগে রাজ্জাক এবং এনামুল হোসেন জুনিয়রও উইকেট পেয়েছে। বাঁহাতি স্পিনার নিয়ে আমাদের কোন সমস্যা নেই।”

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় বাঁহাতি স্পিনার ইলিয়াস সানির। অভিষেকেই ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন। যদিও পেটের বিড়া জনিত সমস্যায় পরের টেস্টে খেলতে পারেননি। টি-টোয়েন্টি স্কোয়াডে সানিকে রাখা হলেও একাদশে ছিলেন না। এবার সবধরণের ক্রিকেটে তাকে খেলানো হতে পারে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, শাহরিয়ার নাফিস, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, নাঈম ইসলাম, মাহমুদ উল্লাহ (সহ-অধিনায়ক), অলক কাপালী, আব্দুর রাজ্জাক, ইলিয়াস সানি, রুবেল হোসেন, শফিউল ইসলাম, নাজমুল হোসেন ও সাহাদাত হোসেন। নেট বোলার: মাশরাফি বিন মুর্তজা।

খেলাধূলা শীর্ষ খবর