রংপুর রাইডার্সে খেলবেন মিসবাহ

রংপুর রাইডার্সে খেলবেন মিসবাহ

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ টুর্নামেন্টের তৃতীয় আসরে রংপুর রাইডার্সের হয়ে 15খেলবেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক। আজ রবিবার দেশের অন্যতম কেবল কোম্পানি বিবিএস কেবলসের সাথে জার্সি স্পনসরের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা জানান রংপুর রাইডার্সের মালিক মুস্তাফা রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিবিএস কেবলসের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার ছাড়াও উর্ধ্বতন অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিবিএস কেবলের সাথে চুক্তি স্বাক্ষর শেষে রফিকুর ইসলাম বলেন, শ্রীলংকান তিলকরতেœ দিলশানের সঙ্গে আমাদের প্রথম কথা হয়েছিল। পরবর্তীতে চিটাগাং দলের সঙ্গের তার কথা হয়। যে কারণে দিলশানকে নিয়ে কিছুটা জটিলতা সৃষ্টি হয়। তবে আমরা ক্রিকেটকে প্রাধান্য দিয়েছি এবং তাকে চিটাগাং দলে ছেড়ে দিয়েছি। তাই বিদেশী কোটায় আমাদের আরও একজন খেলোয়াড় দরকার ছিলো। তাই আমরা মিসবাহকে দলে নিয়েছি। তবে মিসবাহ’কে দলে নিতে আমাকে অনুরোধ জানান কোচ শেন জার্গেনসেন। আশা করছি সে ভালো খেলবে। আর রংপুরের সাথে থাকতে পেরে বেশ খুশী বিবিএস কেবলসের ম্যানেজিং ডাইরেক্টর হাওলাদার। তিনি বলেন, ‘ক্রিকেটের সাথে যুক্ত হতে পেরে ভালো লাগছে। এজন্য ধন্যবাদ দিতেই হবে রংপুরকে। তাদের সাথে হাত মিলিয়ে ক্রিকেটের উন্নতির জন্য সব করবো।
আসন্ন আসরে রংপুরের আইকন খেলোয়াড় সাকিব আল হাসান। স্ত্রী সন্তান সম্ভাবনা হওয়ায় বিপিএলের শুরুর দিকে বেশ কিছু ম্যাচে নাও দেখা যেতে পারে। এমনকি ইনজুরির কারণে ওপেনার সৌম্য সরকার শুরুর দিকে কিছু ম্যাচ নাও খেলতে পারেন। তবে দ্রুত সুস্থ হয়ে উঠলে টুর্নামেন্টের প্রথম থেকেই সৌম্যকে পাবে রংপুর। আগামী ১১ নভেম্বর থেকে রংপুরের অনুশীলন শুরু হবে। তবে যারা জাতীয় দল বা অন্য দলের সাথে যুক্ত আছেন তারা ওই অনুশীলনে থাকবেন না। জিম্বাবুয়ে সিরিজ শেষ হলেই সকল খেলোয়াড়কে নিয়ে পুরোদস্তর অনুশীলন শুরু করবে রংপুর রাইডার্স।

Featured খেলাধূলা