সাগর-রুনি হত্যা তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা

সাগর-রুনি হত্যা তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দিয়েছে পুলিশ।

বুধবার বিকেলে সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন কাছে এ প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপ-কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘আদালতের নির্দেশ অনুযায়ী আজ বিকেলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আলতাফ হোসেন চৌধুরীর কাছে আমরা প্রতিবেদন জমা দিয়েছি।’

তবে অগ্রগতি প্রতিবেদনে কী উল্লেখ করা হয়েছে তা জানাননি তিনি।

এর আগে মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন বৃহস্পতিবারের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

এছাড়া, ২৮ ফেব্রুয়ারি হাইকোর্টের অপর একটি বেঞ্চ দুই সপ্তাহের সময় বেধে দিয়ে এ সংক্রান্ত অপর একটি রুল জারি করেছিলেন।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়াবাসা থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার সিনিয়র প্রতিবেদক মেহেরুন রুনির লাশ উদ্ধার করে পুলিশ। ওই হত্যার কারণ উদঘাটন বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট আবেদন করে।

বাংলাদেশ