প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “বিএনপি-জামায়াতের লোকজনকে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগে যোগ দেয়ানো না হয়। বিএনপি-জামায়াত, যারা প্রকাশ্যে মানুষ খুন করেছে, তাদের কেউ আমাদের দলে আসতে চাইলে আমরা গ্রহণ করব না । যদি মনে করা হয় তারা ভালো হয়ে গেছে, সেটা ভুল। এরা মানুষের জাত না।”
“সেক্যুলারিজম মানে ধর্মহীনতা না। অন্যের ধর্মানুভূতিতে আঘাত দিতে পারবে না। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে যেন কোনো লেখা প্রকাশ না করা হয়।”
রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, “কেউ ধর্মে বিশ্বাস না করলে সেটা তার ব্যাপার, এসব নিয়ে তিনি অন্যের ধর্মকে আঘাত করতে পারেন না। আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন, কিন্তু অন্যের ধর্মকে আঘাত করবেন না। ”
প্রধানমন্ত্রী বলেন, “যুদ্ধাপরাধের বিচার উচিত মনে করলে খালেদা জিয়ার সঙ্গে সংলাপ হবে।”
তিনি বলেন, “বাংলাদেশকে সিরিয়া, আফগানিস্তান, লিবিয়ার দিকে নেয়ার ষড়যন্ত্র চলছে।”
শেখ হাসিনা বলেন, “নেদারল্যান্ডসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডেল্টা ফান্ড গঠনের বিষয় বিবেচনা করছি।”
তিনি বলেন, “নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী তৈরি পোশাক খাতে বাংলাদেশ সরকারের সাফল্যের প্রশংসা করেন।”
প্রধানমন্ত্রী বলেন, “ডেল্টা প্ল্যান প্রণয়নের কাজ চলছে ।”
তিনি বলেন, “আমরা কঠোর হস্তে জঙ্গি দমন করেছি।”
প্রধানমন্ত্রী বলেন, “জ্বালাও-পোড়াও-মানুষ খুন করা, ককটেল মেরে, মানুষকে পুড়িয়ে মেরেও কিছু করতে না পেরে একটা শ্রেণী গুপ্তহত্যায় নেমেছে।”
শেখ হাসিনা বলেন, “বাংলাদেশে আইএস আছে এটা প্রমাণ করতে পারলে আমাদের কী অবস্থা হবে, সেটা কী কেউ ভেবে দেখেছেন। পাকিস্তান, আফগানিস্তান, ইরাকের অবস্থা সৃষ্টি হোক, এটা কাম্য নয়।”