প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতি হিসেবে আমরা সচেতন না হলে দেশের সর্বনাশ হবে।’ আজ রবিবার নেদারল্যান্ডস সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ বেলা সাড়ে ১১টায় নেদাল্যান্ডস সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে আইএস আছে, জঙ্গি আছে এসব প্রমাণের চেষ্টা চলছে। এটি প্রমাণ করতে পারলে দেশের কী হবে, একবার ভেবে দেখেছেন। একটি পক্ষের লক্ষ্য হলো সিরিয়া, ইরাক, আফগানিস্তান, পাকিস্তানের পর্যায়ে বাংলাদেশকে নিয়ে যাওয়া। সে জন্য আমাদের সচেতন থাকতে হবে। বাংলাদেশে একটি শান্তিপূর্ণ দেশ। এক সংশয় এখানে জঙ্গিদের উত্থান হয়েছিল। কিন্তু আমরা কঠোর হস্তে তাদের দমন করেছি। তিনি বলেন, ‘দেশে গ্রেনেড মেরে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে। সেসব করে দেশের ক্ষতি করতে না পেরে একটি শ্রেণি এখন গুপ্তহত্যা শুরু করেছে।’
সচেতন না হলে দেশের সর্বনাশ হবে : প্রধানমন্ত্রী
দেশে সম্প্রতি দুই বিদেশি হত্যা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘এগুলো কেন ঘটানো হচ্ছে? কারণ একটি পক্ষ চায় দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। এগুলো কারা করছে? হাড়ির ভাত একটি টিপলে যেমন বোঝা যায়, বাকিগুলো কেমন; তেমনি একটি ঘটনার উদঘাটন হলেই বোঝা যায় ওই ধরনের অন্যান্য ঘটনা কীভাবে ঘটছে।’
প্রধানমন্ত্রী বলেন, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে। তিনি বাংলাদেশের পোশাক শিল্পের প্রশংসা করেছেন এবং এ খাতে সহযোগিতার কথা বলেছেন।
শেখ হাসিনা বলেন, নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আন্তরিক ও উষ্ণ এবং এ সম্পর্ক আরও গভীর, জোরদার ও বিস্তৃত হবে। ইতোমধ্যে চর উন্নয়ন ও সমুদ্র ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশ-নেদারল্যান্ডস নিবিড়ভাবে কাজ করছে।
ডেল্টা প্ল্যান বাস্তবায়ন, সমুদ্র ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ নেদারল্যান্ডসের সহযোগিতা পাবে বলেও জানান শেখ হাসিনা।
ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে ৩ তিনের সফরে গত ৩ নভেম্বর নেদারল্যান্ড যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে গত শুক্রবার সন্ধ্যায় ঢাকায় ফেরেন তিনি।শেখ হাসিনা ৪ নভেম্বর ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।