পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আগ্রহ দেখিয়েছে সুইডেন। দেশটির প্রতিষ্ঠান এএফ কনসাল্ট সম্প্রতি প্রধানমন্ত্রী কাছে লেখা এক চিঠিতে এ প্রস্তাব দিয়েছে। প্রতিষ্ঠানটি ২০০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র নির্মাণে সহযোগিতা করবে বলে জানিয়েছে।
বর্তমানে বাংলাদেশে রাশিয়ার সহযোগিতায় দুই হাজার মেগাওয়াট ক্ষমতার একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কার্যক্রম চলছে। এ কেন্দ্রটি পাবনার রূপপুরে স্থাপন করা হচ্ছে। এছাড়া চীনও পারমাণবিক প্রকল্পে সহায়তায় আগ্রহ দেখিয়েছে। সরকারও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। প্রাথমিকভাবে খুলনার লবণচরাকে প্রকল্প স্থান হিসেবে ধরা হচ্ছে।
এএফ কনসাল্টের প্রস্তাব থেকে জানা গেছে, তারা প্রাক সম্ভাব্যতা যাচাই, সম্ভাব্যতা যাচাই, বিশদ নকশা, নির্মাণ, পরিচালনা, জ্বালানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, মানবসম্পদ প্রশিক্ষণসহ সব কাজেই সহযোগিতা করবে। আন্তর্জাতিক আণবিক কমিশনের (আইএইএ) অনুমোদন গ্রহণের ব্যবস্থাও তারা করে দেবে। বাংলাদেশ চাইলে অর্থ জোগাড়েও এএফ সহযোগিতা করবে।
এএফ বলছে, প্রকল্প বাস্তবায়নে ১৬ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে। প্রকল্পের জন্য নদী বা সাগর তীরবর্তী ১০০ থেকে ১২০ হেক্টর জমি প্রয়োজন হবে।
চিঠিতে বলা হয়েছে, বিদ্যুতের দাম প্রাথমিকভাবে ইউনিট প্রতি ৬ টাকা হতে পারে। এ দামে ৪৫ বছরে পুরো বিনিয়োগ উঠে আসবে বলে জানানো হয়েছে। তবে বিনিয়োগ ফেরত পেতে না চাইলে বিদ্যুতের দাম অনেক কম হবে বলে বলা হয়েছে।