দেশ অস্থিতিশীল করার চক্রান্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ অস্থিতিশীল করার চক্রান্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধাপরাধীদের বিচারের চূড়ান্ত রায়কে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে 1পরিকল্পিতভাবে দেশ অস্থিতিশীল করার চক্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম স্মৃতি পরিষদ আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত-শিবিরকে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। তারা স্বাধীনতাযুদ্ধের পরাজিত সৈনিক। তারা সন্ত্রাসী জঙ্গি সংগঠন। এদের যে কোনো ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবেলা করা হবে। জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিববেশ সৃষ্টি করার পায়তারা করছে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির। আইএস, আনছারুল্লাহ বাংলা, জেএমবি সব জঙ্গী সংগঠনের দোসর জামায়াত-শিশির। এরা জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা করছে।
আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, খুব শিগগিরই মানবতাবিরোধী অপরাধের দায়ে দুজনের রায় কার্যকর হতে যাচ্ছে। আর এজন্যই দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। লেখক-ব্লগার হত্যাকা-ের জন্য দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব হত্যাকা-ে সন্দেহভাজন কয়েকজনকে ইতোমধ্যে ধরা হয়েছে। বাকীদেরও কিছু দিনের মধ্যে চিহিৃত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
এসময় আয়োজক সংগঠনের সভাপতি সালমা খালেদের সভাপতিত্বে স্মরণসভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) আ আ ম স আরেফিন সিদ্দিকী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী, খালেদ মোশাররফের মেয়ে মাহজাবিন খালেদ এমপি প্রমুখ।

Featured বাংলাদেশ