জিম্বাবুয়েকে ২৭৪ রানের টার্গেট দিয়েছ বাংলাদেশ। ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৭৩ রান। এর আগে মুশফিকুর রহিম এবং সাব্বিরের ব্যাটের ওপর ভর করে বড় সংগ্রহের দিকে এগোলেও অবশেষে থেমে যায় বাংলাদেশ পথ। শেষ পর্যন্ত৮ উইকেট হারিয়ে ২৭৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা। মুশফিক ১০৯ বলে ৯টা চার ১টা ছক্কা হাকিয়ে ১০৭ রান তুলেন। এসময় মুশফিকের সংঙ্গ দেয় সাব্বিরও ৫৭ রান তুলে নেন।
আজ শনিবার দুপুরে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জয় করে বাংলাাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান তিনি। এদিন সৌম্য সরকারের পরিবর্তে দলে ডাক পাওয়া ইমরুলকে মূল একাদশে রাখা হয়নি।
এদিকে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ শতকের দেখা পেলেন ১৫৬ ওয়ানডে খেলা মুশফিকুর রহিম। ৮টি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারির সাহায্যে মাত্র ১০৪ বলে মুশফিক তার শতক তুলে নেন। এর আগে ৪৫তম ওভারে ছক্কার পর চার হাঁকিয়ে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে নেন সাব্বির। তার আগে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম নিজেকে খানিকটা গুটিয়ে রাখলেও রানের গতি বাড়ানোর দিকেই মনোযোগ দেন মুশফিক।
ধৈর্য্য হারিয়ে ফিরে যান তামিম ইকবাল (৪০)। নিজেকে গুটিয়ে রাখা এই উদ্বোধনী ব্যাটসম্যান চড়াও হতে চেয়েছিলেন সিকান্দার রাজার ওপর। লং অন দিয়ে তাকে উড়িয়ে সীমানা ছাড়া করতে গিয়ে লুক জংউইয়ের ক্যাচে পরিণত হন তামিম।
অপরদিকে দ্বিতীয় ওভারেই শূন্য রানে ফিরে যান লিটন দাস। লুক জংউইয়ের বল ড্রাইভ করতে গিয়ে পয়েন্টে গ্রায়েম ক্রেমারের হাতে ধরা পড়েন প্রথমবারের মতো ইনিংস উদ্বোধন করতে নামা এই তরুণ। নবম ওভারে ফিরে যান মাহমুদউল্লাহ (৯)। টিনাশে পানিয়াঙ্গারার ভেতরে আসা একটি বলে বোল্ড হয়ে ফিরে গেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। দলের ওপর চাপ বাড়িয়ে ফিরে যান সাকিব আল হাসান (২০)। সিকান্দার রাজার আগের বলেই চার হাঁকিয়েছিলেন তিনি। পরের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পড হয়ে যান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
আজ শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নেন জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা। অপরদিকে বাংলাদেশ দলে ফিরেছেন আল আমিন হোসেন। গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষেই সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন এই পেসার। দক্ষিণ আফ্রিকা সিরিজে না খেলা বাঁহাতি স্পিনার আরাফাত সানিও একাদশে ফিরেছেন।