মেক্সিকোয় গণকবরের ঘটনার তদন্ত চলছে

মেক্সিকোয় গণকবরের ঘটনার তদন্ত চলছে

মেক্সিকোয় ফরেনসিক বিভাগের কর্মকর্তারা অবৈধভাবে মর্গ থেকে ১৫০টি মৃতদেহ দুটি 5গণকবরে স্থানান্তরিত করেছে বলে যে অভিযোগ উঠেছে দেশটির কর্তৃপক্ষ তা খতিয়ে দেখছে। গতকাল শুক্রবার দেশটির রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ কথা জানান।
সাদা রঙের সুরক্ষিত পোশাক পরা ফরেনসিক কর্মকর্তাদের তেতেলসিঙ্গো গ্রামে গণকবর খোঁড়ার ভিডিও চিত্র প্রকাশ হবার পর মোরেলোস রাজ্যের প্রসিকিউটরের কার্যালয় থেকে এ তদন্ত শুরু করা হয়েছে।
যাদের হত্যা করা হয়েছিল তাদের একজনের পরিবার ২০১৪ সালের ডিসেম্বর মাসে ভিডিও চিত্রটি রেকর্ড করে। এতে কবর খুঁড়ে ওই লোকটির মৃতদেহ খুঁজতে দেখা গেছে। ২০১৩ সালে ওই মৃতদেহটির সঙ্গে আরও প্রায় ১৫০টি মৃতদেহ সমাহিত করা হয়।
মোরালেসের প্রধান প্রসিকিউটর জ্যাভিয়ার পেরেজ সাংবাদিকদের বলেন, ঘটনাটি আইন অনুযায়ী করা হয়েছে কিনা আমরা তা পুনরায় খতিয়ে দেখব।
এই ঘটনায় কতজন বর্তমান ও সাবেক কর্মকর্তা তদন্তাধীন রয়েছে সে ব্যাপারে তিনি কিছু জানাননি।

Featured আন্তর্জাতিক