আগামী ২৪ মার্চ প্রধানমন্ত্রী ও মহাজোট নেত্রী শেখ হাসিনাকে যথাযথ সম্মান জানাতে সিলেটবাসী প্রস্তুত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশকে সফল করে তুলতে বুধবার সন্ধ্যায় সিলেটের বিভিন্ন জায়গায় সমাবেশ ও পথসভায় দেয়া বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
সিলেট সদর উপজেলার টুকেরবাজার মাঠে টুকেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয় সন্ধ্যায়।
সমাবেশে অর্থমন্ত্রী বলেন, সিলেটে বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। নগর উন্নয়নের জন্য বর্তমান সরকার ছাড়া এর আগে বড় ধরনের কোনো প্রকল্পের জন্য কেউ উদ্যোগ গ্রহণ করেনি।
তিনি জানান, প্রধানমন্ত্রী এই সফরে সিলেটের প্রায় ১০-১১ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর উন্মোচন ও উদ্বোধন করবেন।
অর্থমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান মহাজোট সরকার গরীব, দু:খী ও অসহায় মানুষের সরকার। এ সরকার গ্রাম ও কৃষি উন্নয়নসহ মানুষের শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কায়েম করতে সক্ষম হয়েছে।
অর্থমন্ত্রী আরো বলেন, বিগত তিন বছরে দেশে আগের চেয়ে এক কোটি টন খাদ্য উৎপাদন বেড়েছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে। যার ফলে দেশের মানুষ এখন শান্তি ও নিরাপদে বসবাস করতে পারছে।
তিনি বলেন, ‘মানুষের আয় বেড়েছে। আমদানি-রপ্তানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশের প্রবৃদ্ধির হারও বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ ও জ্বালানির উৎপাদন বেড়েছে। সার যেখানে আগে এক লক্ষ টন উৎপাদিত হতো সেখানে নবনির্মিত শাহজালাল সার কারখানা চালু হওয়ার পর ৬ লক্ষ মেট্রিক টন সারের উৎপাদন বৃদ্ধি পাবে। ফলে বাংলাদেশের ভবিষ্যতে সারের আর কোনো ঘাটতি থাকবে না।’
এগুলোকে বর্তমান সরকারের অন্যতম সাফল্য উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার মানুষের সম্পদ লুট করতে জানে না এবং লুটকারীদের আশ্রয় দেয়না বলেই এ সফলতা অর্জন করা সম্ভব হয়েছে।’
অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্ববাসীর কাছে বাংলাদেশ এখন এক নন্দিত দেশ। বিশ্বের কঠিন অর্থনৈতিক সংকটময় পরিস্থিতিতে কিভাবে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধি পথে এগিয়ে যাচ্ছে, তা জানতে বিদেশিরা আমাদেরকে বিভিন্ন সময় ডাকেন। এবং আমাদের পরামর্শ নেয়ার চেষ্টা করেন। এটা বাংলাদেশের বিরাট অর্জন।’
সভায় মন্ত্রী ২৪ মার্চ সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল ও সার্থক করে তোলার জন্য সু-শৃঙ্খলভাবে সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানান।
টুকেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ইউপি সদস্য শাহাব উদ্দিন লালের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিক আহমদের পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক সুজাত আলী রফিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন এবং প্রচার সম্পাদক মকসুদ আহমদ।
এর আগে মন্ত্রী বিকেলে কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সভায় যোগ দেন। এছাড়া রাতে সদর উপজেলার শাহপরাণ গেইটে খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পথ সভাতেও অর্থমন্ত্রী বক্তব্য দেন।
এসব সভায় উপস্থিত ছিলেন সাবেক সচিব ড. একেএম আবদুল মুবিন ও রূপালী ব্যাংক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. আহমদ আল কবীর।