হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪ কেজি সোনা জব্দ করেছে ঢাকা কাস্টমসের প্রিভেন্টিভ দল। এ ঘটনায় বিমানটিকে জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার ঢাকা শুল্ক বিভাগের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকারের মুঠোফোনে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
খুদেবার্তায় আরও জানানো হয়, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে আসা আরএক্স ৭৮৩ ফ্লাইটটি আজ সকাল ৮টা ১৬ মিনিটে ঢাকার বিমানবন্দরে অবতরণ করে। গোয়েন্দা সদস্যরা এর ভেতরে তল্লাশি চালিয়ে সিট কভারের নিচ থেকে ওই সোনার বারগুলো উদ্ধার করেন।
শুল্ক বিভাগের সহকারী কমিশনার শহীদুজ্জামান আরও জানান, এই সোনা উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি । তবে বিমানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।