বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পুলিশের টহল বা তল্লাশির সময় সন্ত্রাসী হামলা হলে, পুলিশকে সাথে সাথে পাল্টা আক্রমণের নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকার কাছে আশুলিয়ায় তল্লাশি চৌকিতে দুর্বৃত্তের আক্রমণে একজন পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনার প্রেক্ষাপটে টহল বা তল্লাশির সময় পুলিশের সতর্ক ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন পটভূমিতেই স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেছেন।
পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তারা জানয়েছেন গতকালের হামলার পর তারা এখন অতিরিক্ত সতর্ক হচ্ছেন।
আশুলিয়া শিল্প এলাকায় তল্লাশি চৌকিতে কয়েকজন দুষ্কৃতকারীর হামলায় যখন পুলিশের একজন সদস্য নিহত হন তখন সেখানে পাঁচজন পুলিশ সদস্য ছিলেন।
কিন্তু সেই পুলিশ সদস্যরা কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। বরং সহকর্মীকে ফেলে অন্য পুলিশ সদস্যরা নিজেদের রক্ষায় পালিয়েছিলেন, এমনও অভিযোগ উঠেছে।
এই ঘটনার পর পুলিশে টহল বা তল্লাশির সময় কতটা সতর্কতা ব্যবস্থা নেয়া হচ্ছে, এই আলোচনা সামনে এসেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘আশুলিয়ায় ঐ তল্লাশি চৌকিতে পুলিশ সদস্যদের সকলেই ছিলেন নতুন।এখন থেকে তল্লাশি বা টহলের সময় পুলিশের নতুন এবং পুরোনো বা অভিজ্ঞ সদস্যদের দিয়ে দল গঠনের নির্দেশ দেয়া হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, ‘তল্লাশি বা টহলের সময় নিরাপত্তার জন্য সতর্কতার সব ব্যবস্থাও যেন নেওয়া হয়। কোনও সন্ত্রাসী অ্যাটাক হলে পুলিশ সদস্যরা যেনো সাথে সাথেই কাউন্টার অ্যাটাক করে এই নির্দেশও পুলিশকে দেওয়া হয়েছে।’
সরকারের পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকেও নির্দেশ দেওয়া হয়েছে, আশুলিয়ার ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে। ফলে পুলিশকে সন্ত্রাসী হামলা প্রতিরোধের সব ব্যবস্থা নিয়েই তল্লাশি বা টহলে যেতে হবে।
আশুলিয়ার ঘটনার ব্যাপারে পুলিশ সদর দপ্তর একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটি হত্যার কারণ অনুসন্ধানের ক্ষেত্রে ঘটনার সময় পুলিশের গাফিলতি বা সতর্কতার অভাবের অভিযোগও খতিয়ে দেখবে।