আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়ায় যাচ্ছেন। এ দিন তিনি এখানে ৩২টি উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এ বিষয়ে আজ বৃহস্পতিবার বগুড়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খোরশেদ আলম জানান, প্রধানমন্ত্রী এদিন সকাল ১০টায় বগুড়া সেনানিবাসে ১২ ল্যান্সারকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর দুপুর সোয়া দুইটায় তিনি বগুড়ার একগুচ্ছ উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। বগুড়ায় দিনের সর্বশেষ কর্মসূচি অনুযায়ী তিনি আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান শেষে ঢাকায় ফিরে যাবেন। তিনি জানান, প্রধানমন্ত্রী বগুড়া সফরকালে ১৯টি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করবেন ১৩টি প্রকল্পের। প্রধানমন্ত্রীর আসন্ন বগুড়া সফর উপলক্ষে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সঠিক সমন্বয় এবং সকল প্রস্তুতি চলছে জানিয়ে তিনি আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর আসন্ন বগুড়া সফর অত্যন্ত ফলপ্রসু হবে।