অ্যাডভান্সড ইন্টেলিজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে সারাদেশে ৫০০টিরও বেশি থানায় সবচেয়ে দ্রুতগতির থ্রিজি ইন্টারনেট পৌঁছে দিয়েছে বাংলালিংক।
আজ বৃহস্পতিবার বাংলালিংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশে নিজেদের কার্যক্রম পরিচালনা করার শুরু থেকেই কিভাবে গ্রাহকদের মধ্যে স্বল্পমূল্যে ইন্টারনেটসহ অন্যান্য সুবিধা পৌছে দেওয়া যায়, সেই অভিপ্রায় নিয়ে কাজ করে চলেছে।
বাংলালিংকের সিসিও শিহাব আহমাদ জানান, ‘গ্রাহককে সর্বোত্তম সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আর সে আলোকেই আমরা সবসময়ই বেশী সংখ্যক গ্রাহকের কাছে শুধু সেরা সেবাই পৌঁছে দেই না, বরং সেইসঙ্গে সেবাকে সহজলভ্যও করে তুলি।’
তিনি আরও জানান, ‘ভবিষ্যতেও আমরা এভাবে আমাদের অ্যাডভান্সড ইন্টেলিজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকের জন্য নিত্য নতুন সার্ভিস চালুর প্রবণতা অব্যাহত রাখবো।’