গ্যালাক্সি অন-৫ ও গালাক্সি অন-৭ নামে দুইটি সাশ্রয়ী স্মার্টফোন এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। স্মার্টফোন গ্যালাক্সি অন-৫ বিক্রি হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় ১০ হাজার ৬৯৬ টাকা, গ্যালাক্সি অন-৭ ১৩ হাজার ৭৪ টাকা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
জানা যায়, গ্যালাক্সি অন-৭ ৭২০ পিক্সেলের ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে ও ১.২ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর রয়েছে। ডিভাইসটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৩০০০এমএএইচ ব্যাটারি রয়েছে। গ্যালাক্সি অন-৫ এ ৭২০ পিক্সেলের ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ১.৩ গিগাহার্টজের কোয়াড-কোর এক্সিনোজ। এতে ৮ মেগাপিক্সেল রেজ্যুলেশনের রিয়ার ক্যামেরা এবং ২৬০০এমএএইচ ব্যাটারি রয়েছে।
সেলফি তোলার জন্য ডিভাইস দুটিতে আছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। কানেক্টিভিটির দিক থেকে ফোন দুটি টুজি, থ্রিজি, ফোরজি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.১ এবং মাইক্রোইউএসবি ২.০ সমর্থন করে। ডুয়াল সিমের এই নতুন দুই স্মার্টফোনে অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ৫.১। ১.৫জিবি র্যামের ফোন দুটিতে ৮জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
উল্লেখ্য, স্যামসাং এর এই স্মার্টফোন দুইটি ভারতীয় ই-কমার্স সাইট ফ্লিপকার্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে।