বর্ষাকালে বাংলাদেশ কি অপরূপ রূপে ধরা দেয় তা দেখতে খুব আগ্রহ প্রকাশ করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সউদ আল ফয়সল।
দীপু মনি তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি এ আগ্রহের কথা ব্যক্ত করেন বলে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম বুধবার সন্ধ্যার পর বাংলানিউজকে জানান।
রিয়াদে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার দুপুরের পর দু’পররাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক হয়।
সৌদি বাদশাহকে লেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি এ সময় প্রিন্স ফয়সলের কাছে হস্তান্তর করেন দীপু মনি।
১৯৪১ সালে সৌদি আরবের তায়েফে জন্মগ্রহণ করেন প্রিন্স ফয়সল। প্রিন্স সউদ বর্তমান বাদশাহ আব্দুল্লাহ’র ভাইয়ের ছেলে। তিনি প্রাক্তন বাদশাহ ফয়সলের তৃতীয় পুত্র।
রাষ্ট্রদূত শহীদুল বাংলানিউজকে বলেন, ‘সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বিষয়টি অবগত বলে দীপু মনিকে জানান।’
রাষ্ট্রদূত আরো বলেন, ‘সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তিনি বর্ষাকালে বাংলাদেশে যেতে আগ্রহী। সে সময় বৃষ্টিস্নাত বাংলাদেশের রূপ তিনি দেখতে চান।’
দীপু মনি তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি সুবিধাজনক সময়ে সফরে আসবেন বলে জানান।
প্রিন্স সউদ আল ফয়সল বিন আব্দুল আজিজ আল সউদ বিশ্বের সবচেয়ে দীর্ঘসময় ধরে দায়িত্বে থাকা একজন পররাষ্ট্রমন্ত্রী। ১৯৭৫ সাল থেকে তিনি এ দায়িত্বে আছেন।
প্রিন্স ফয়সলকে আরব মুলুকের অন্যতম একজন প্রভাবশালী নেতা হিসেবে ধরা হয়ে থাকে। তার ব্যাপারে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘তিনি অসাধারণ প্রজ্ঞাবান একজন মানুষ। বিশ্বের প্রায় প্রতিটি ব্যাপারেই তার জানাশোনা আছে।’
সউদ আল ফয়সল ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের নিউজার্সির প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। এর আগে তিনি প্রিন্সটনের হান স্কুল অব প্রিন্সটনে লেখাপড়া করেন।
১৯৬৬ সালে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের পরামর্শক হিসেবে সৌদি সরকারে দায়িত্ব পালন শুরু করেন প্রিন্স ফয়সল।
তিন কন্যা ও তিন পুত্রের জনক প্রিন্স ফয়সল কিছুদিন ধরে পিঠের ব্যাথায় ভুগছেন ও পারকিনসন রোগের প্রাথমিক অবস্থায় রয়েছেন।
প্রিন্স ফয়সল তার পরিবারের সঙ্গে সাধারণত জেদ্দার প্রাসাদেই বসবাস করেন।