যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে গুলি বর্ষণ করার দায়ে একজনকে গ্রেপ্তার করেছে পেনসিলভানিয়া পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম অস্কার রামিরো অর্তেগা হার্নান্দেজ।
২১ বছর বয়সী অর্তেগা হার্নান্দেজকে পেনসিলভানিয়া পুলিশ ইন্ডিয়ানা নামের একটি হোটেলের নিকট থেকে গ্রেপ্তার করে। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বাহিনীর একটি দল এ অভিযান পরিচালনা করে।
গত শুক্রবার হোয়াইট হাউস থেকে প্রায় আধা মাইল দুরে গুলি বর্ষণের ঘটনা ঘটে। সেই ঘটনার সঙ্গেও অর্তেগার কোনো যোগসাজশ আছে কিনা তাও খতিয়ে দেখছে গোয়েন্দা কর্তৃপক্ষ।
এর আগে মঙ্গলবার গোয়েন্দা পুলিশ হোয়াইট হাউস থেকে দুটি গুলি উদ্ধার করে। গুলি দুটির একটি জানলার কাঁচ ভেঙে ফেলতে সক্ষম হলেও ভেতরের দিকে থাকা গুলি নিরোধক কাঁচের কারণে কোনো ক্ষতি করতে পারেনি।
সেক্রেট সার্ভিস সূত্র জানায়, দুইটি ঘটনার সঙ্গেই যে অর্তেগা জড়িত তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তবে পুলিশ বলছে, অর্তেগা খুব সম্ভব মানসিকভাবে অসুস্থ এবং কোনো কারণে হোয়াইট হাউসের প্রতি তার ভেতর ক্ষোভের সৃষ্টি হয়েছে। অর্তেগার অনেক অপরাধের রেকর্ড রয়েছে। এর আগে তাকে মাদক এবং মারামারির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল।
যুক্তরাষ্ট্র পার্ক পুলিশ মুখপাত্র সার্জেন্ট ডেভিড শলুসার বলেন, ‘রোববার পুলিশ অর্তেগার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পায়।’