কোথাও টিকিট নাই। একটি টিকিটের জন্য হাহাকার পড়ে গেছে। দর্শকরা যে যেখানে পারছেন ছুটছেন। ক্রিকেট সংশ্লিষ্টদের কাছে ধরণা দিয়েও কোন লাভ হচ্ছে না। বিসিবি কর্মকর্তারা তো ফোন বন্ধ করে রেখে দিয়েছেন বিকেল থেকে।
ফাইনাল খেলা নিয়ে কয়েকদিন আগেও মানুষের মধ্যে এতটা আগ্রহ ছিলো না। তারা ধরেই নিয়েছিলেন আরেকটি ভারত-পাকিস্তান ম্যাচ হবে ফাইনালে। কিন্তু মঙ্গলবার শ্রীলঙ্কাকে হারানোর পর বাংলাদেশ দলের ফাইনাল নিশ্চিত হওয়ায় ম্যাচের প্রতি আগ্রহ বেড়ে যায়। গত রাতেই সিটি ব্যাংকের পল্লবী শাখা থেকে সবগুলো টিকিট কিনে নেয় বিসিবি। তাদের একাউন্ট শাখা থেকে ক্রিকেটাররা পর্যন্ত কিনতে পারছেন না।
ভিআইপি অতিথিদের চাহিদা বেড়ে যাওয়ায় টিকিট সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বাংলাদেশ দল ফাইনালে উঠায় নিয়মিত দর্শকরা এখন আর খেলা দেখার সুযোগ পাবেন বলে মনে হয় না। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিগুলোতে দেখা যেতে পারে সরকারি কর্মকর্তাদেরকে। বৃত্তবানরাও থাকবেন ফাইনালে।