স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যুদ্ধাপরাধের বিচার নস্যাৎ করতেই এমন হামলা হচ্ছে। গোয়েন্দা পুলিশ শিগগিরই দল গঠন করে অন্য জঙ্গিদের ধরার কাজ শুরু করবে। এরা মানবতার শত্রু, মানুষের শত্রু। নৃশংসভাবে এরা ছুরিকাঘাত করে পুলিশকে হত্যা করেছে। চেঞ্জিং আওয়ারে এই ঘটনা ঘটেছে। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই এই হামলা হয়। আজ বুধবার দুপুরে দুর্বৃত্তদের হামলায় আহত শিল্পপুলিশ সদস্যদের দেখতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্লগার-প্রকাশকদের ওপর যেভাবে হামলা হয়েছে সেই একই কায়দায় আশুলিয়ায় পুলিশের ওপর হামলা হয়েছে। এরা (হামলাকারীরা) কখনও হরকাতুল জিহাদ, কখনও আনসারুল্লাহ। তারা আলাদা নাম ব্যবহার করলেও আসলে এক।
সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চেকপোস্টে পুলিশ সদস্যদের পালাবদলের সময় এ ঘটনা ঘটেছে। পুলিশের নতুন দল গাড়ি থেকে নামার সময় হামলা চালায় দুর্বৃত্তরা। তাদের উপর্যপুরি হামলায় শিল্প পুলিশের কনস্টেবল মুকুল মারা যান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবকটি হত্যায় জড়িতদের সনাক্ত করছি। আমাদের নিরাপত্তা বাহিনী বসে নেই। কাজ করছে।
আজ বুধবার সকালে সাভারের আশুলিয়ায় নবীনগর-বাড়ইপাড়া সড়কে শিল্পপুলিশের চেকপোস্টে দুর্বৃত্তদের হামলায় নিহত হন মুকুল নামে এক শিল্পপুলিশ সদস্য। এ ঘটনায় আহত হন আরও এক শিল্পপুলিশ সদস্য। আহতদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নূর আলম নামে আহত এক পুলিশের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
ঘটনার পরপরই আহতদের দেখতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারানহ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ।
এর আগে রাজধানীতে ২২ অক্টোবর রাতে গাবতলী সেতুর কাছে পর্বত সিনেমা হলের সামনে পুলিশের একটি তল্লাশি চৌকিতে একই ধরনের হামলার ঘটনা ঘটে। সেখানে এক যুবকের ছুরিকাঘাতে ইব্রাহিম মোল্লা (৪০) নামে পুলিশের এক এএসআই নিহত হন।