নেপালে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩০

নেপালে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩০

নেপালে যাত্রীবাহী একটি বাস খাদ পড়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবারের 9এ দুর্ঘটনায় আরও ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র : বিবিসি
রাজধানী কাঠমান্ডু থেকে ছেড়ে আসা বাসটি ৮০ কিলোমিটার উত্তরে রাসুওয়া জেলার পার্বত্য রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটি চিলিমি গ্রামে যাচ্ছিল। কী কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাহাড়ি ঢাল বেয়ে ১৫০ মিটার নিচে পড়ে গেল তা পরিষ্কার নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
জেলা প্রধান শিবরাম গেলাল নিহতদের মধ্যে একজন দুগ্ধপোষ্য শিশু উল্লেখ করে বলেন, দুর্ঘটনা স্থল থেকে নিহত ৩০ জনের মধ্যে ২৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অপরজন চিকিৎসা চলাকালে মারা যায়।
গেলাল বলেন, আমরা আহত অপর ৩৫ জনকে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছি এবং এখনও এলাকাটিতে তল্লাশি চালাচ্ছি।
দুর্ঘটনার কারণ এখনো পরিষ্কার নয়। তবে আহত যাত্রীরা জানিয়েছেন বাসটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল। এমনকি বাসের ছাদেও যাত্রী ছিল।

Featured আন্তর্জাতিক