সৌদি আরবে গৃহকর্মী নিয়োগে নতুন শর্ত

সৌদি আরবে গৃহকর্মী নিয়োগে নতুন শর্ত

সৌদি সরকার গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে সেদেশের নাগরিকদের ওপর নতুন শর্ত আরোপ 10করেছেন। কোনো সৌদি নাগরিক একজন গৃহকর্মী রাখতে চাইলে তার ব্যাংক অ্যাকাউন্টে কমপক্ষে ৩৫ হাজার সৌদি রিয়াল (৭ লাখ টাকা) জমা থাকবে হবে। সেই সঙ্গে আবেদনকারীর সর্বনিম্ন বেতন হতে হবে ৫ হাজার সৌদি রিয়াল।
দুইজন অথবা তিনজন গৃহকর্মী রাখতে হলে সর্বনিম্ন মাসিক আয় হতে হবে ১৮ হাজার রিয়াল এবং ব্যাংকে ১ লাখ ২০ হাজার রিয়াল জমা থাকতে হবে। চারজন গৃহকর্মী রাখতে চাইলে ৩০ হাজার রিয়াল মাসিক আয় এবং আড়াই লাখ রিয়াল ব্যাংকে জমা থাকতে হবে। আর পাঁচজন গৃহকর্মী রাখতে চাইলে মাসিক আয়ের কোনো শর্ত আরোপ করা হয়নি। তবে আবেদনকারীর ব্যাংকে ৫ লাখ রিয়াল জমা থাকতে হবে।
দেশটির শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, অনেক সৌদি নাগরিক গৃহকর্মীর জন্য ভিসার আবেদন করেও ভিসা না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে আবেদনকারীর দুর্বল ব্যাংক অ্যাকাউন্ট।

Featured আন্তর্জাতিক