মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ্ আল-সিসি লিবিয়া পুনর্গঠনে সহায়তার জন্য ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার এক সাক্ষাতকারে তিনি একথা জানান।
পশ্চিমা সামরিক বাহিনীর সহায়তায় লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুতির পর দেশটিতে সহিংসতা চলে আসছে। সিসি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার বিষয়ে আলোচনার জন্য তার লন্ডন সফরকে সামরে রেখে এ মন্তব্য করেন।
ব্রিটিশ পত্রিকা ডেইলি টেলিগ্রাফ তার উদ্ধৃতি দিয়ে একথা জানায়।
সিসি বলেন, ‘লিবিয়া এমন একটি বিপদের মধ্যে রয়েছে যা আমাদের সকলের জন্যই ঝুঁকি। যদি দেশটিতে কোন সরকার না থাকে তবে সেই শুন্যতার সুযোগে চরমপন্থীরা মাথাচারা দিয়ে উঠবে।’
মিশরীয় নেতা আরো বলেন, ‘মিশন সম্পূর্ণভাবে সম্পন্ন হয়নি। লিবীয় জনগণ ও দেশটির অর্থনীতিকে সহায়তার জন্য আমাদের অবশ্যই সব ধরনের প্রচেষ্টা চালাতে হবে।’
২০১১ সালে ন্যাটোভুক্ত দেশগুলোর সহায়তায় আরব বসন্তে দেশটির সাবেক স্বৈরশাসক গাদ্দাফিকে ক্ষমতা থেকে উচ্ছেদের পর থেকে দেশটিতে দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলা ও সহিংস ঘটনা ঘটছে।