নৈশক্লাবে আগুনের ঘটনায় রুমানিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

নৈশক্লাবে আগুনের ঘটনায় রুমানিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

একটি নৈশক্লাবে সহিংস অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে পদত্যাগ করেছেন রুমানিয়ার প্রধানমন্ত্রী 18ভিক্টর পনতা। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক বিক্ষোভের একদিন পর পদত্যাগ করলেন তিনি। ওই অগ্নিকাণ্ডে ৩২ ব্যক্তির প্রাণহানি ঘটে।
গত শুক্রবার দেশটির রাজধানী বুখারেস্টের একটি নৈশক্লাবে ওই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। একটি ব্যান্ড দল সেখানে সংগীত পরিবেশন করছিল। তখন আতশবাজির এক পর্যায়ে ক্লাবটিতে আগুন লেগে যায়। এতে ৩২ জনের মৃত্যু হয়।
অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিবাদে রাজধানী বুখারেস্টের রাস্তায় নেমে প্রায় ২০ হাজারের মতো মানুষ বিক্ষোভ প্রদর্শন করে পনতার পদত্যাগ দাবি করে। তারা ওই ঘটনার জন্য সরকারের দুর্নীতি ও দুর্বল অগ্নিনির্বাচন ব্যবস্থাকে দায়ী করে। এদিকে, প্রধানমন্ত্রী ভিক্টর পনতা ইতোমধ্যে দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি আছেন।

Featured আন্তর্জাতিক