দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। জাতীয় নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষিতে তিনি এ আদেশ জারি করেছেন।
আজ বুধবার প্রেসিডেন্ট কার্যালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম মালদ্বীপ ইনডিপেন্ডেন্ট।
খবরে বলা হয়েছে, সম্প্রতি প্রেসিডেন্টকে বহনকারী নৌকায় বিস্ফোরণ এবং তারপর একটি এলাকা থেকে বিপুল বিস্ফোরক ও অস্ত্র সরঞ্জাম উদ্ধারের পর প্রেসিডেন্টের পক্ষ থেকে এ জরুরি অবস্থা জারি করা হলো। আগামী ৩০ দিন এ অবস্থা বলবৎ থাকবে।