বিদ্যুৎ সমস্যায় দেশের জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির কথা স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।
তিনি বলেছেন, ‘দেশে বিদ্যুৎ সরবরাহের তুলনায় চাহিদা বেশি। এ চাহিদা দিন দিন আরও বাড়ছে। এরপরও সরকার বিদ্যুৎ সমস্যা সমাধানের চেষ্টা করছে।’
বুধবার সন্ধ্যায় নগরীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) চিটাগাং চ্যাপ্টার কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার যে পরিমাণ পেট্রোলিয়াম আমদানির জন্য বাজেট করেছিল, বর্তমানে এ চাহিদা তার চেয়ে অনেকগুণ বেড়ে গেছে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দামও বেড়ে গেছে।
তাই সাময়িকভাবে বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে। তবে এ সমস্যা সমাধানের চেষ্টা করছে সরকার।’
দেশের উন্নয়নে রাজনীতিবিদদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশের স্বার্থ না দেখে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়ায় জাতীয় সমস্যার সহজ সমাধান হচ্ছে না।’
তিনি বলেন, ‘দেশকে সবার ঊর্ধ্বে ভেবে জনগণের উন্নয়নের চিন্তা করে রাজনীতি করতে হবে।’
জবাবদিহিতার অভাবে দেশে দুর্নীতি বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে সবার সম্পদের উৎস খুঁজে দেখলেই দুর্নীতির উৎস কোথায় বোঝা যাবে।’
এজন্য রাজনীতিবিদদেরও জবাবদিহিতা থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি।
আইবিএফবি’র চেয়ারম্যান সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সভাপতি একে আজাদ ও আইবিএফবি’র সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী, পিএইচপি গ্রুপ’র চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি নাছির উদ্দিন চৌধুরী প্রমুখ।