জনতা ব্যাংক লিমিটেড’র উপ-ব্যবস্থাপনা পরিচালক(ডিএমডি) হিসেবে যোগদান করেছেন মোশাররফ হোসেন চৌধুরী । এর আগে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে একই পদে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি জনতা ব্যাংকে যোগ দেন।
তিনি ১৯৮২ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি ১৯৮২ সালের বিসিএস (নিয়মিত) দিয়ে ক্যাডার কর্মকর্তা হিসেবে চাকরি করেন ৭ মাস। পরে বাংলাদেশ কৃষি ব্যাংকে ‘চিফ ম্যানেজার’ পদে যোগদান করে প্রধান কার্যালয় ও মাঠ পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এ প্রেষণে ফ্যাকাল্টি মেম্বার পদে দায়িত্ব পালন করেন।
মোশাররফ হোসেন বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের মহাব্যবস্থাপক পদেও কর্মরত ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (অনার্স), এম.কম (ফিন্যান্স) ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার ২য় পর্বে স্বর্ণপদকসহ প্রথম স্থান অধিকার করেন। তার জন্ম ঢাকা জেলার দোহার থানার জয়পাড়া গ্রামে।