গণজাগরণ মঞ্চের হরতাল পালিত

গণজাগরণ মঞ্চের হরতাল পালিত

আজ মঙ্গলবার সারাদেশে অর্ধদিবস হরতাল কর্মসূচি পালন করছে গণজাগরণ মঞ্চ। ভোর 1৬টা থেকেই শাহবাগের প্রজন্ম চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন মঞ্চের কর্মীরা। তাদের অবস্থানের কারণে শাহবাগ মোড়ে যানবাহন চলছে না। জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সাল আরেফীন দীপন হত্যা ও শুদ্ধস্বরের প্রকাশক আহমেদ রশীদ টুটুল, কবি তারেক রহিম ও ব্লগার রণদীপম বসুকে হত্যাচেষ্টার প্রতিবাদে গণজাগরণ মঞ্চ এ হরতালের ডাক দেয়।
এদিকে হরতালের সমর্থনে সকাল ৭টার দিকে উপস্থিতি বাড়লে গণজাগরণ মঞ্চের কর্মীরা বাটা সিগন্যাল মোড় পর্যন্ত মিছিল করেন। মিছিলটি শাহবাগ মোড়ে এসে শেষ হয়। এরপরই সড়কের মাঝখানে অবস্থান নেন তারা। এতে শাহবাগ মোড় দিয়ে সবদিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া রাজধানীসহ সারাদেশে হরতালের কোন প্রভাব পড়েনি। যান চলাচলসহ প্রতিদিনের মতো মানুষের স্বাভাবিক জীবনে হরতালের কোন প্রভাব পড়েনি। সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে গণজাগরণ মঞ্চের কর্মীরা।
অপরদিকে আগামী বৃহস্পতিবার নতুন কর্মসূচি দিয়েছে গণজাগরণ মঞ্চ। ওইদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কফিন মিছিল নিয়ে যাবে বলে জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। এছাড়া শুক্রবার বিকাল ৩টায় সব পেশাজীবীর অংশগ্রহণে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন তিনি। তিনি বলেন, সারাদেশের মানুষ নিজ নিজ উদ্যোগে এ হরতাল পালন করেছেন। হরতাল পালনের জন্য তাদের সবাইকে ধন্যবাদ। এই হরতালের মধ্য দিয়ে এবারের জেল হত্যা দিবস পালনের আহ্বানও জানান তিনি।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, ব্লগার, লেখক, প্রকাশক থেকে শুরু করে যারাই উগ্রবাদী চিন্তার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন, তাদেরকেই হত্যা করা হচ্ছে। এর প্রতিবাদে আমরা দুইদিন ধরে কর্মসূচি পালন করে আসছি। গণজাগরণ মঞ্চ সব সময় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে। আশা করছি মানুষ শান্তিপূর্ণভাবে মঙ্গলবারের হরতাল পালন করবেন।
প্রসঙ্গত বেধে দেয়া ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতার করতে না পারায় আজ সারা দেশে সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত হরতাল পালন করে গণজাগরণ মঞ্চ। এর আগে হরতালের সমর্থনে সোমবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে মশাল মিছিল বের করে গণজাগরণ মঞ্চের নেতা কর্মীরা।

Featured বাংলাদেশ