বাংলাদেশে এখনো সন্ত্রাসী হামলার ঝুঁকি আছে: যুক্তরাজ্য

বাংলাদেশে এখনো সন্ত্রাসী হামলার ঝুঁকি আছে: যুক্তরাজ্য

এর আগে অক্টোবরেও ব্রিটিশ ফরেন এন্ড কমনওয়েলথ অফিস একই সতর্কবার্তা দিয়েছিল 4
বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের আবারো সতর্ক করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার প্রকাশিত নতুন এক ভ্রমন নির্দেশিকায় মন্ত্রনালয় বলেছে, বাংলাদেশে এখনো উচ্চমাত্রার সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে।
এর আগে ঢাকায় একজন ইটালিয়ান এবং রংপুরে এক জাপানি নাগরিককে অজ্ঞাতনামা বন্দুকধারীরা হত্যা করার পর অক্টোবরেও ব্রিটিশ ফরেন এন্ড কমনওয়েলথ অফিসের ওয়েবসাইট একই সতর্কবার্তা দিয়েছিল।
শনিবার এক হামলায় শাহবাগে জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা করা হয় এবং পৃথক আরেকটি হামলায় লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর মালিক আহমেদুর রশীদ টুটুলসহ আরো দুজনকে আহত করে অজ্ঞাত সন্ত্রাসীরা।
ঐ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে আধাবেলা হরতাল ডাকে গণজাগরণ মঞ্চ।
সে প্রেক্ষাপটেই জারি করা হয়েছে এই নতুন নির্দেশিকা।
নতুন নির্দেশিকায় বলা হচ্ছে, বাংলাদেশে অবস্থানরত পশ্চিমা নাগরিকদের ওপর আরো হামলা হতে পারে।
এতে বাংলাদেশে আজ হরতালের সময় দেশটিতে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের সীমিত চলাফেরার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে, প্রকাশকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সাংবাদিকদের অধিকার রক্ষা বিষয়ক আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস সিপিজে।
সুত্র: বিবিসি

Featured বাংলাদেশ