১৬ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের যবনিকা টেনেছেন ভারতের ক্রিকেটার রাহুল দ্রাবিড়। গত ৯ মার্চ আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে বিদায় বলে দেন ‘দ্য ওয়াল’। সাবেক অধিনায়কের বিদায়কে স্মরণীয় করে রাখতে ২৭ মার্চ তাকে সম্বর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
মুম্বাইয়ের ‘তাজ ল্যান্ডস অ্যান্ড হোটেলে’ দ্রাবিড়কে সম্বর্ধনা দেবে বোর্ড। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা, দ্রাবিড়ের পরিবারবর্গসহ বিসিসিআইয়ের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
ক্যারিয়ারে ১৬৪ টেস্টে দ্রাবিড়ের মোট রান ১৩ হাজার ২৮৮ রান। বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী শচীন টেন্ডুলকারের (১৫,৪৭০ রান) পরই আছেন তিনি। এছাড়া ওয়ানডেতেও তাঁর রান ১০ হাজারের উপরে। ৩৪৪ ওয়ানডে ম্যাচে দ্রাবিড়ের মোট রান ১০ হাজার ৮৮৯।