হাইতিতে প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফল ঘোষণায় বিলম্ব

হাইতিতে প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফল ঘোষণায় বিলম্ব

হাইতিতে প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফল ঘোষণায় বিলম্ব করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে 11বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। সোমবার দেশটির নির্বাচন কমিশন এ কথা জানায়। এক বিবৃতিতে কমিশন বলছে, আজ মঙ্গলবার প্রাথমিক ফলাফল ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে বৃহস্পতিবার করা হয়েছে। কিছু অনিয়মের খবর পাওয়ায় তা খতিয়ে দেখা হচ্ছে। প্রায় পাঁচ বছর পর গত ২৫ অক্টোবর দেশটিতে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ সংখ্যক ভোটার ভোট দেয়। উল্লেখ্য, হাইতির এক কোটির জনগণের মধ্যে ৬০ লাখ লোক চরম দারিদ্র্যের মধ্যে বাস করে।

Featured আন্তর্জাতিক